• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বাগেরহাটে জলবায়ু সহনশীল ফসল চাষে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • ''
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাংলাদেশের লবনাক্তপ্রবণ উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল ফসলের অভিযোজন এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় বাগেরহাটে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষন কক্ষে অসুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক প্রফেসর ড. আহম্মদ খায়রুল হাসান।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্তের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আলী হোসেন, বাগেরহাট কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান, অতিরিক্ত কৃষি অফিসার নুরে জান্নাত প্রমুখ।

বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চলের তিন জেলার লবনাক্তপ্রবণ উপকূলীয় ৬টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।  এই প্রকল্পের ফলে চাষীরা বিভিন্ন ধরনের নতুন নতুন জাত চাষাবাদের অভিজ্ঞতা পাবে।  প্রশিক্ষনে বাগেরহাট সদর উপজেলার ৭৫ জন কৃষক অংশ নেন।

লবনাক্তপ্রবণ উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল ফসলের চাষাবাদের বিভিন্ন পদ্ধতি হাতে কলমে দেখানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads